
টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর দিকে সুরতরঙ্গ রোডের মাথায় এ দুর্ঘটনা ঘটে।মারা যাওয়া দুই জন হলেন ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বিলবাদারা গ্রামের জিল্লুর হোসেন ছেলে জুলহাস মিয়া (২৫) এবং নোয়াখালী জেলা বেগমগঞ্জ থানার করিমপুর গ্রামের মো. আবুল কাশেমর ছেলে মো.সায়েম (২৫) এরা টঙ্গীতে ভাড়া বাসায় বসবাস করতেন।
টঙ্গী পশ্চিম থানার এসআই ইয়াকুব আলী জানান,সুরতরঙ্গ রোডের মাথায় একটি দোকানের বিলবোর্ড নামাতে গিয়ে দুজন বিদ্যুৎপৃষ্ট হয়।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
টঙ্গী আহসানউল্লাহ মাস্টার হাসপাতালের ইমারজেন্সি বিভাগের চিকিৎসক মাকসুদা বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্তের পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আপনার মূল্যবান মতামত দিন: