চিরিরবন্দরের ছোট হাসিমপুর রমন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্রুশিক্ত বিদায়

ফাইল ফটো | প্রকাশিত: ২১ জুন ২০২২ ০৫:২৩

ফাইল ফটো
প্রকাশিত: ২১ জুন ২০২২ ০৫:২৩

1

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ছোট হাসিমপুর রমন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার রায়ের অবসরজনিত বিদায় উপলক্ষ্যে দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুন) সকালে বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চিরিরবন্দর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিখিল রঞ্জন রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফজলে এলাহী, বিশেষ অতিথি উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রাণকৃষ্ণ ঘরামি, চিরিরবন্দর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাতাব উদ্দীন সরকার,,রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার রায়, তালপুকর উচ্চ বিদ্যালয়ের সভাপপতি হরমোহন রায়, তালপুকর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা, শিক্ষিত সমাজ বিনির্মাণে গুনী এই শিক্ষকের বিভিন্ন অবদান তুলে ধরেন এবং অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ কুমার রায় এর অবসর জীবনের উত্তরোত্তর সফলতা কামনা করেন। এছাড়াও তারা বলেন ছোট হাসিমপুর রমন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী সর্বদা প্রধান শিক্ষক প্রদীপ কুমার রায়ের অবদান মনে রাখবে। পরে দেশ, জাতি ও প্রধান শিক্ষক প্রদীপ কুমার রায় এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।




আপনার মূল্যবান মতামত দিন: