
গাজীপুরের টঙ্গীর সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
গতকাল বুধবার (১৫ জুন) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় কাগজ পত্র তাদের হাতে তুলে দেন।
এ সময় শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম জিয়াউর রহমান মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব মো.মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাবুল মিয়া,আতিকুর রহমান, মো রফিকুল ইসলাম, নুর নবী, মোছা রাহেলা বেগমসহ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন,আজকের এ বিদায় তোমাদের জীবনের উচ্চ শিক্ষা গ্রহণের জন্য বিদায় সংবর্ধনা দেওয়া, যদিও অনেক কষ্টের তবুও যে যেতে হবে বহু দূর। বিদায় মানে সবকিছু ভুলে যাওয়া নয় বরং বিদায় মানে হলো অতীত স্মৃতি মনে রেখে বেচে থাকার শুরু।

আপনার মূল্যবান মতামত দিন: