
যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদের উদ্যোগে প্রায় ২০টির অধিক পুরাতন রাস্তার সংস্কারের কাজ এবং নতুন ৫টি রাস্তার সোলিং সম্পন্ন করা হয়েছে। রবিবার (১২ জুন) বলরামপুর ও হাটবিলাসহ এসব এলাকার চলাচলের অনুপযোগী প্রায় ১০টি স্থানের পুরাতন রাস্তার সংস্কারের কাজ করা হয়েছে এবং আগে আরো ১০টি স্থানে সরেজমিনে পরিদর্শন শেষে দ্রæত সংস্কারের ব্যবস্থা গ্রহণ করেন তিনি।
শুক্রবার (১০ জুন) নরেন্দ্রপুর ইউনিয়নের রুপদিয়া বাজারের প্রবেশপথ মুনসেফপুর মোড়ের চলাচলের অনুপযোগী ও দীর্ঘদিনের বেহাল দশার রাস্তাটির বেশ কয়েকটি স্থানে নিজ অর্থায়নে সংস্কার করে দিয়েছেন নরেন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহম্মেদ। গত ১ বছর ধরে রাস্তাটি চলাচল অনুপযোগী নাজুক এই রাস্তাটি দিয়ে শত শত মানুষের চলাফেরার ভোগান্তি হচ্ছিলো। তিনি রাস্তাটি পরিদর্শনে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে ছোট বড় গর্ত দেখে বেশ কয়েকটি স্থানে সংস্কার করার ব্যবস্থা গ্রহণ করেন। এছাড়াও কিছুদিন আগে নরেন্দ্রপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জলাবদ্ধ এলাকা সরেজমিনে পরিদর্শন শেষে দ্রæত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করেন ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ।
স্থানীয় জনসাধারন জানায়, দীর্ঘদিনের চলাচলের অনুপযোগী রাস্তাটি ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ একজন ভালো মানুষ বলেই রাস্তাটি ছোট বড় গর্ত দেখে বেশ কয়েকটি স্থানে নিজ উদ্যোগে সংস্কার করে দিয়েছেন-তার প্রতি আমরা কৃতজ্ঞ। একজন ইজিবাইক চালক বলেন, আমি ইজিবাইক চালক ভাড়া নিয়ে প্রতিদিন রুপদিয়া বাজার হতে ছাতিয়ানতলা পর্যন্ত যেতে হয়, এই রাস্তায় কাদা ও ছোট বড় গর্ত থাকার কারণে খুব দুর্ভোগ পোহাতে হতো। রাস্তার সংস্কার কাজ করা দেখে খুব ভালো লেগেছে। আমি ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদকে ধন্যবাদ জানাই।
ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ জানান, রুপদিয়া হতে কচুয়া ইউনিয়নের মধ্য দিয়ে ছাতিয়ানতলা যাতায়াতের একমাত্র রাস্তাটির মুনসেফপুর মোড়ের বেহাল দশা হয়েছিলো মানুষ চলাফেরা করতে পারছিলো না, তাই আমি বেশ কয়েকটি স্থানে সংস্কারের উদ্যোগ নেই। এসব রাস্তা ছাড়াও নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদ সম্প্রতি তার এলাকায় জনসাধারণের চলাচলের সুবিধার্থে নতুন আরো ৫টি ফ্ল্যাট সোলিং রাস্তার কাজ শেষে করেছেন।
নরেন্দ্রপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে সরেজমিনে দেখা যায় ৭নং ওয়ার্ডের চাউলিয়া দাসপাড়া লক্ষণ দাসের বাড়ি হতে তরুণ দাসের বাড়ি পর্যন্ত এক লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে ৭৫ মিটার ফ্ল্যাট সোলিং b কাজ সম্পন্ন হয়েছে এবং চৌঘাটা পিচের রাস্তার মাথা হতে রামপুর কুতুবের বাড়ি পর্যন্ত দুই লাখ ২২ হাজার টাকা ব্যায়ে ১৩৫ মিটার রাস্তার সোলিং সম্পন্ন হয়েছে। এক সময় এই ইউনিয়নের অবহেলিত এসব অঞ্চলে সাধারণ মানুষের চলাচলের জন্য তেমন কোনো পাকা, সিসি কিংবা আরসিসি ঢালাইয়ের রাস্তা ছিলো না। ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ নির্বাচিত হওয়ার পর হতে রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি হচ্ছে। নবনির্মিত এসব সড়কের পাশের বাড়িওয়ালারা জানান, চেয়ারম্যানের মাধ্যমে রাস্তার কাজে আমরা খুব খুশি। রাস্তাঘাট ভালো না থাকলে নানাভাবে আমাদের ভোগান্তি পোহাতে হতো। আমাদের চেয়ারম্যান ভালো লোক, তিনি রাস্তা ঘাটের নানা উন্নয়ন করছেন।
নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদ জানান, জননেত্রী শেখ হাসিনার সকল উন্নয়ন কর্মকান্ড ইউনিয়নের প্রতিটি অলিগলিতে পৌঁছে দিতে চাই। যেহেতু জনগণের ভোটে আমি নির্বাচিত, জনগণ আমাকে ভালোবেসে ভোট দিয়েছে। তাই তাদের সুখে-দুঃখে সব সময় তাদের সঙ্গে থাকার চেষ্টা করেছি। ইতোমধ্যে আমি এই ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন ও শুরু করেছি। আমি সবার সুখে-দুঃখে সঙ্গে থাকার চেষ্টা করি সেহেতু আমি মনেকরি আগামীতেও এলাকাবাসী আমার ডাকে সাড়া দিবে। এলাকাবাসী যতদিন চাইবে আমি ততদিন রাজনীতি করে যাবো

আপনার মূল্যবান মতামত দিন: