
ভারতের বিজেপি সরকারের মুখপাত্র নূপুর শর্মা ও দলীয় নেতা নবীন কুমার জিন্দাল কতৃক প্রিয় রসূল (সঃ) ও তাঁর স্ত্রী উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রঃ) কে অবমাননা করে কটূক্তির বক্তব্যে জতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ, অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুন) বাদ আছর সংগঠনের সভাপতি মুফতী সারোয়ার হোসাইন সাহেবের নেতৃত্বে খুলনা- যশোর মহাসড়কের নওয়াপাড়া স্টেশন
বাজার মসজিদ থেকে হাজার হাজার মুসলিম ধর্মালম্বী মানুষ
এ বিক্ষোভ মিছিল আংশগ্রহন করেন। মিছিলটি নওয়াপাড়া প্রধান সড়ক প্রদক্ষিণ করে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশ ও দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মুফতী আজিম উদ্দিনের সঞ্চালনায় প্রতিবাদ মিছিল ও সভায় বক্তব্য রাখেন, জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ অভয়নগর উপজেলা সভাপতি মুফতী সরওয়ার হুসাইন, সহ সভাপতি মাওলানা আব্দুল আজিজ, উপদেষ্টা হাফেজ গোলাম মাওলা, উপদেষ্টা মুফতী মাসুম বিল্লাহ, উপদেষ্টা এইচ এম মহসিন শেখ, যুগ্ম সম্পাদক মুফতী আশরাফ সাঈদ কাসেমী, সাংগঠনিক সম্পাদক মুফতী সাইফুল ইসলাম কাসেমী, সদস্য মুফতি ইসমাঈল হুসাইন রাহমানী, প্রচার সম্পাদক মাওলানা শাহাদাত হোসাইন, বায়তুল-মাল সম্পাদক মোঃ আব্দুল করিম,
এছাড়া সভায় উপস্থিত ছিলেন হাফেজ শফিউল আলম, মাওলানা মুজিবুর রহমান, মুফতী এনামুল হাসান,মুফতী রজিবুল ইসলাম,মুফতী জালাল উদ্দীন, মুফতী সুহাইল হোসেন,মাওলানা শামিম হুসাইন, হাফেজ মনিরুজ্জামান,মাওলানা জাকারিয়া, মোঃ ওয়াজেদ আলী বিশ্বাস, মুফতী নাসিরুদ্দীন,মাওলানা আজিমউদ্দিন, মুফতী দেলওয়ার হোসেন, মাওনা রজব আলী, মুফতী শরিফুল ইসলাম, হাফেজ উসামা,হাফেজ আশরাফুল ইসলাম, হাফেজ আবু সুফিয়ান বুলবুল, হাফেজ মুজাহিদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ সহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানেরা।
উক্ত সমাবেশে বক্তারা ভারতীয় পণ্য পরিহারের আহ্বান রেখে
বলেন, গত ২৭ মে এক টেলিভিশন বিতর্কে ভারতের বিজেপি সরকারের মুখপাত্র নূপুর শর্মা ও দলীয় নেতা নবীন-কুমার জিন্দাল কর্তৃক বিশ্বমানবতার শান্তির দূত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর স্ত্রী হযরত আয়েশা (রঃ) এর শানে অবমাননাকর কটূক্তি করায় বিশ্ব মুসলিম উম্মাহর হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। বাক স্বাধীনতার নামে এমন জঘন্যতম অন্যায় কোনোভাবেই মেনে নেওয়া যায়না। কোন সুসলিম এটা মেনে নিতে পারেনা।
এসময় তারা আরও বলেন, ভারতকে মুসলিম উম্মার কাছে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড না করার ব্যাপারে অঙ্গীকার করতে হবে। অন্যথায় ভারত কে উচিত শিক্ষা দেওয়ার হুশিয়ারি জানান।
আলোচনা শেষে আগামী ১৩জুন সোমবার নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আবাও তৌহীদি জনতাকে সমবেত হওয়ার ডাক দেওয়া হয়।

আপনার মূল্যবান মতামত দিন: