ঝিকরগাছায় বিদেশ ফেরত প্রবাসীদের পুনর্বাসনে অ্যাডভোকেসি সভা সম্পন্ন

মোঃ ওয়াজেদ আলী।। | প্রকাশিত: ৯ জুন ২০২২ ১০:২৪

মোঃ ওয়াজেদ আলী।।
প্রকাশিত: ৯ জুন ২০২২ ১০:২৪

ফাইল ফটো

যশোরের ঝিকরগাছা উপজেলায় নিরাপদ অভিবাসন ও পুনরেকত্রীকরণ (রি-ইন্টিগেশন) বিষয়ে স্থানীয় পর্যায়ে অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।

দেশে ফিরে আসা প্রবাসীদের পুনর্বাসন বিষয়ে বুধবার (৮ জুন) বেলা ১২টায় উপজেলার নাভারণ ইউনিয়ন পরিষদে এ সভা শুরু হয়। বাংলাদেশে ইনস্টিটিউট অব লেবার স্ট্যাডিজের (বিলস্) আয়োজনে ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী। বিশেষ অতিথির বক্তব্য দেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক জনার্দন দত্ত নান্টু।
ঝিকরগাছা উপজেলা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি আব্দুস সামাদের সঞ্চালনায় আরো বক্তব্য দেন ইউপি সদস্য আতিয়ার রহমান, নাভারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হামজা, প্রকৌশলী নুরুজ্জামান ও সংবাদকর্মী রেজওয়ান বাপ্পী। উপস্থিত ছিলেন ইউপি সদস্য সোহরব হোসেন, নারী ইউপি সদস্য পারুল খাতুন প্রমুখ।
বক্তারা বলেন, প্রবাসীদের রেমিটেন্সের মাধ্যমে দেশ ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। তবে নজর না থাকায় এসব প্রবাসীরা দেশে ফিরে হীনমন্যতায় ভুগছেন। দীর্ঘদিন পর দেশে ফিরে সমাজ এবং পরিবারের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারছেন না। পাশাপাশি অর্থনৈতিক ভাবেও তিনি সংকটে পড়ছেন। এসব প্রবাসীদের সামাজিক ও অর্থনৈতিকভাবে রি-ইন্টিগেশন করতে হবে। স্বল্প সুদে ঋণ দিয়ে কিভাবে তাদেরকে পুনর্বাসন করা যায় সে বিষয়ে অবশ্যই সরকারকে নজর দিতে হবে।




আপনার মূল্যবান মতামত দিন: