গলায় ফাঁস লেগে মণিরামপুরের এক ছাত্রের মৃত্যু

মনিরামপুর(যশোর)॥ | প্রকাশিত: ৫ জুন ২০২২ ১৬:৫৭

মনিরামপুর(যশোর)॥
প্রকাশিত: ৫ জুন ২০২২ ১৬:৫৭

প্রতীকি ছবি

যশোরের মনিরামপুরে ঘরে একাকি খেলার সময় গলায় ফাঁস লেগে হোসাইন গাজী নামে দ্বিতীয় শে্িরণর এক ছাত্রের অকাল মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দুপুর ১২ টার দিকে উপজেলার নেহালপুর গ্রামে। পুলিশ মরদেহটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে নিহতের পিতা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।

নেহালপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আতিকুজ্জামানসহ এলাকাবাসী জানান, ওই গ্রামের ভ্যানচালক আবদুল কাদেরের তিন সন্তানের মধ্যে সবার ছোট একমাত্র ছেলে হোসাইন দ্বিতীয় শ্রেণিতে পড়ে। শনিবার সকাল ১১ টার দিকে হোসাইন স্কুল থেকে বাড়িতে আসে। এসময় বাড়িতে পিতা-মাতাসহ কেউ উপস্থিত ছিলেন না। নিহতের পিতা আবদুল কাদের জানান, হোসাইন স্কুল থেকে বাড়িতে এসে ঘরের মধ্যে খাটের ওপর আড়ার সাথে ছোটবোনের ওড়না গলায় পেঁচিয়ে ঝুলে খেলা করছিল। এক পর্যায়ে গলায় ফাঁস লেগে তার মৃত্যু হয়।
নিহতের মা তহমিনা খাতুন জানান, বেলা ১২ টার দিকে বাড়িতে গিয়ে ঘরের মধ্যে হোসাইনকে আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) নূর ই আলম সিদ্দিকী বিষয়টি অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে জানান, মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।




আপনার মূল্যবান মতামত দিন: