
গাজীপুরের মাটি ও মানুষের নেতা, ভাওয়াল বীর, বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গত ৩১ শে মে মঙ্গলবার বিকেলে গাজীপুর সদরের শহীদ স্মৃতি স্কুল মাঠে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক স্বরণ সভায় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন। মহানগর স্বেচ্ছাসেবকলীগের সঞ্জিত কুমার মল্লিক বাবুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান,গাজী মেজবাহউদ্দিন সাচ্চু, মোবাশ্বের চৌধুরী, মেহেদি হাসান মোল্লা, শফিকুল ইসলাম শফিক রাহুল দাস গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লা মন্ডল, এডঃ মোঃ ওয়াজ উদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি,আফজাল হোসেন রিপন, মহিউদ্দিন আহমেদ মহি, আব্দুল হাদী শামীম,মামুনুর রশিদ (মামুন) মোল্লা সহ মহানগর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ প্রমুখ।

আপনার মূল্যবান মতামত দিন: