মাগুরার শ্রীপুরে উপজেলা ব্যাপি প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে অনুদানের অর্থ বিতরণ

রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।। | প্রকাশিত: ৩১ মে ২০২২ ০৭:৪৮

রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।।
প্রকাশিত: ৩১ মে ২০২২ ০৭:৪৮

ফাইল ফটো

আজ সোমবার মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রান্তিক জনগোষ্ঠীর সদস্যদের মাঝে অনুদানের অর্থ বিতরণ করেছে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিস।

প্রান্তিক জনগোষ্ঠীর সদস্যদের মাঝে অনুদানের অর্থ বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ।
প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সবুর, উপজেলা ছাত্রলীগের সভাপতি বিএম আরিফুজ্জামান সাজ্জাদ প্রমুখ।

সমাজসেবা অফিসার ওয়াসিম আকরামের সঞ্চালনায় এ বিতরণ অনুষ্ঠানে উপজেলার ৮ ইউনিয়নের ৯০ জন কামার, কুমার নাপিত, মুচি বাঁশ ও বেত পণ্য প্রস্তুতকারী ব্যক্তির প্রত্যেককে ১৮ হাজার করে নগদ অর্থ প্রদান করা হয়।




আপনার মূল্যবান মতামত দিন: