
যশোরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের ব্যবস্থা করছে সরকার। যানবাহনপূর্ণ মহাসড়ক পার হয়ে স্কুলে যাবার জন্য ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে।
হাইওয়ের পাশে যেসব বিদ্যালয় রয়েছে সেখানে ব্রিজ নির্মিত হবে। এ জন্য যশোর জেলার ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামের তালিকা করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠিয়েছে জেলা যশোর শিক্ষা অফিস। এ ১০টি ফুট ওভারব্রিজ নির্মাণে ব্যয় হবে ৩ কোটি ৮০ লাখ টাকা। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানিয়েছে, যশোর জেলার তিন উপজেলার মহাসড়কের পাশে স্থাপিত ১০ বিদ্যালয়ের ৩ হাজার ৯৮৪ খুদে শিক্ষার্থীর চলাচল ঝুঁকিপূর্ণ। এসব প্রাথমিক বিদ্যালয়ের তালিকা করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। এরমধ্যে যশোর সদরের ঢাকা-মাগুরা, যশোর-ঝিনাইদহ ও যশোর-খুলনা মহাসড়কের পাশে চারটি স্কুল রয়েছে। ঢাকা-মাগুরা সড়কের পাশে রয়েছে উপশহর শহীদ স্মরণী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এ দুটি স্কুলের পাশে ঢাকা-মাগুরা মহাসড়ক হওয়ায় শিক্ষার্থীরা একা আসা যাওয়া করতে পারে না। অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে দিয়ে যান ও নিয়ে যান। স্কুল ছুটি হলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষকরা রাস্তা পার করে দেয়ার পর তারা বাড়ি যায়। এ দুটি স্কুলের পাশে ৩০ লাখ টাকা ব্যয়ে ২০ মিটার করে ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে। একইভাবে চুড়ামনকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চাঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ৩০ লাখ টাকা ব্যয়ে ২০ মিটার করে ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে।

আপনার মূল্যবান মতামত দিন: