
মণিরামপুরে দোলখোলা পূজা মন্দিরে দ্বিতীয় দিনের মহানামযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মহানামযজ্ঞ অনুষ্ঠানে হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য ও সিটি প্লাজা, যশোর-এর স্বত্বাধিকারী এস এম ইয়াকুব আলী।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকলে যার যার ধর্ম পালন করতে স্বাধীনতা নিশ্চিত করছেন। তিনি আরো বলেন, যেখানে ধর্ম চর্চা থাকবে সেখানেই শান্তি বিরাজমান থাকবে। আপনারা সকলে মিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে যে ধর্মীয় উৎসবের আয়োজন করেছেন এজন্য আমি তার সফলতা কামনা করছি। পাশাপাশি আমি এখানে আসতে পেরে খুবই আনন্দবোধ করছি।
এ সময় তিনি মন্দির কমিটির সভাপতি ও সাবেক কাউন্সিলর গৌর ঘোষের হাতে নগদ অনুদান প্রদান করেন। মহানামযজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী সাংবাদিক মনিরুজ্জামান টিটো, সিনিয়র সাংবাদিক মোহাম্মাদ বাবুল আকতার, মন্দির কমিটির সাধারন সম্পাদক তুষার কান্তি দুলু, প্রবীর রায় চৌধুরী ব্যালট, শিশির ঘোষ মিঠু, গোপাল চন্দ্র, বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংস্থা বন্ধনের প্রতিষ্ঠাতা সভাপতি মুর্শিদ হাসান ইমন, রিপন হোসেন, রায়হান আলম দ্বীপ প্রমুখ।

আপনার মূল্যবান মতামত দিন: