
মণিরামপুরে ফজর আলী (৩২) নামের এক নছিমন চালক দু'দিন ধরে নিখোঁজ রয়েছে। সে উপজেলার চালকিডাঙ্গা গ্রামের আবু কালামের ছেলে। এ ঘটনায় নিখোঁজের পিতা বাদী হয়ে মণিরামপুর থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। যাহার জিডি নম্বর: ৭৪৮।
নিখোঁজের পিতা আবু কালাম বলেন, জীবিকার তাগিদে প্রতিদিনের ন্যায় ফজর সকালে নছিমন নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। নিখোঁজের দুইদিন পার হয়ে গেলেও তার মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। তা ছাড়া বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার পরেও ফজরকে না পাওয়ায় মণিরামপুর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। যদি কোন স্বহৃদয়বান ব্যক্তি খোজ পান তাহলে আমার ০১৭৩১-৭১০৪৫১ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

আপনার মূল্যবান মতামত দিন: