গাজীপুরে স্বাধীনতা শিক্ষক পরিষদ উদ্যোগে শহীদ আহসান উল্লাহ মাষ্টারের শাহাদাৎ বার্ষিকী উদযাপন

মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর।। | প্রকাশিত: ১৬ মে ২০২২ ১১:২১

মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর।।
প্রকাশিত: ১৬ মে ২০২২ ১১:২১

ফাইল ফটো

গাজীপুরের টঙ্গীতে স্বাধীনতা শিক্ষক পরিষদের উদ্যোগে স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপির ১৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাফিলের আয়োজন করা হয়েছে।

গতকাল রোববার টঙ্গী পাইলট স্কুল এন্ড গালর্স কলেজ মাঠে গাজীপুর মহানগর শাখার স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি ও টঙ্গী পাইলট স্কুল এন্ড গালর্স কলেজের অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে এবং শিক্ষক প্রতিনিধি আবু জাফর আহম্মেদের সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন স্বাধীনতা শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, শিক্ষা মনন্ত্রালয় বেসরকারী শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। টঙ্গী পাইলট স্কুল এন্ড গালর্স কলেজের পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জয়নাল আবেদীন। গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪নং ওয়ার্ড কাউন্সলর নাছির উদ্দিন মোল্লা, ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুলাহ আল মামুন মন্ডল, গাজীপুর মহানগর যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা,গাজীপুর মহানগর স্বাধীনতা শিক্ষক পরিষদ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান, সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান মামুন,টঙ্গী পশ্চিম থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থী বি এম শফিকুল ইসলাম টিটু,৫৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি পদ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সন্তান রবিউল হোসেন দুলু ও সাধারণ সম্পাদক পদ প্রার্থী মোস্তাকিম রহমান নাহিদ প্রমুখ।
আলোচনা সভা শেষে স্বাধীনতা প্রদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপির ১৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া-মিলাদ মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে।




আপনার মূল্যবান মতামত দিন: