মণিরাপুরে কর্মসূচির শ্রমিক দিয়ে মেম্বর আজব আলী নিজের পক্ষে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ করিয়েছেন

মণিরামপুর, যশোর প্রতিনিধি।।  | প্রকাশিত: ১৫ মে ২০২২ ২১:০৭

মণিরামপুর, যশোর প্রতিনিধি।। 
প্রকাশিত: ১৫ মে ২০২২ ২১:০৭

ফাইল ফটো

যশোরের মনিরামপুরে কর্মসূচির কাজ বন্ধ করে শ্রমিকদের দিয়ে নিজের পক্ষে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করিয়েছেন এক ইউপি সদস্য। আজ শনিবার (১৪ মে) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত টানা দেড় ঘন্টা উপজেলার মশ্মিমনগর ইউনিয়ন পরিষদের (ইউপির) ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আজব আলী কর্মসূচির ৪৪ জন শ্রমিক দিয়ে এ সমাবেশ করান। কর্মসূচির শ্রমিক ছাড়াও ইউনিয়ন পরিষদের কয়েকজন ইউপি সদস্য ও এলাকাবাসী সমাবেশে অংশ নেন।

কর্মসূচির শ্রমিক দিয়ে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করানোর কথা স্বীকার করেছেন মেম্বর আজব আলীসহ প্রকল্পের সভাপতি ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সনদ দত্ত।
বিভিন্ন সূত্রে জানা গেছে, আজব আলী টানা দুবার মশ্মিমনগর ইউনিয়ন পরিষদের ১ নম্বর (নোয়ালী-ভরতপুর) ওয়ার্ডের ইউপি সদস্য। বিভিন্ন ভাতার নামে টাকা আদায়সহ
তাঁর বিভিন্ন অনিয়ম নিয়ে স্থানীয় কয়েকজন গত কদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) নানা মন্তব্য করে আসছেন। তার প্রতিবাদে শনিবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন মেম্বর আজব আলী। সে মানববন্ধনে নিজের পক্ষে জনসমর্থন দেখাতে কর্মসূচির শ্রমিকদের তিনি অংশ গ্রহণ করান।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিক বলেন, সকাল সাতটা থেকে দুপুর দুটো পর্যন্ত আমরা দৈনিক রাস্তায় কাজ করি। বিনিময়ে সরকার ৪০০ টাকা করে দেয়। মেম্বরদের হাত দিয়ে আমরা কাজের সুযোগ পাই। তাঁরা যেভাবে বলেন আমাদের সেভাবে কাজ করা লাগে।
শ্রমিকরা বলছেন, ১,২ ও ৩ নম্বর ওয়ার্ড মিলে লক্ষিকান্তপুর গ্রামের রাস্তায় আমরা ৪৪ জন কাজ করছিলাম। আজকে (শনিবার) কাজ চলা অবস্থায় হঠাৎ তিন মেম্বর একসাথে এসে আমাদের কাজ বন্ধ করিয়ে দেন। এরপর রাস্তায় দাঁড় করিয়ে হাতে ব্যানার ধরিয়ে দেন।
শ্রমিকরা বলেন, শুনিছি, আজব মেম্বরকে নিয়ে এলাকায় কারা কারা কি লিখতেছে। তাই আমাগের রাস্তায় দাঁড় করায়ে দেছে। আমরা এর বেশি কিছু জানি নে।
ইউপি সদস্য আজব আলী বলেন, এলাকা থেকে আমি মাদক দূর করতে চাচ্ছি। এজন্য কিছু লোক আমাকে নিয়ে ষড়যন্ত্র করছে। তার প্রতিবাদে আজ (শনিবার) মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। কর্মসূচির শ্রমিক, পাঁচ জন মেম্বর ও এলাকাবাসী মিলে ৩০০-৪০০ জন লোক এতে অংশ নেয়।
মশ্মিমনগর ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের ৪০ দিনের কর্মসূচি প্রকল্পের সভাপতি ইউপি সদস্য সনদ দত্ত বলেন, তিন ওয়ার্ডের শ্রমিকরা একসাথে কাজ করে। শনিবার আমার ওয়ার্ডে কাজ চলছিল। যে রাস্তায় কাজ হচ্ছিল সেখানে মানববন্ধন হয়েছে।
সনদ দত্ত বলেন, আমরা কয়েকজন মেম্বর মানববন্ধনের সময় ছিলাম। সাংবাদিকরা আসায় কর্মসূচি কাজের বিরতির সময় শ্রমিকরা মানববন্ধনে যোগ দেয়। কয়েক মিনিটপর আমি শ্রমিকদের মাটি কাটার কাজে লাগিয়ে দিই।
মশ্মিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন বলেন, আমি আজ (শনিবার) কর্মসূচির কাজ দেখতে যেতে পারিনি। শ্রমিকদের দিয়ে
মানববন্ধনের বিষয়টি আমি জানি না। যদি শ্রমিকদের দিয়ে মেম্বর আজব আলী মানববন্ধন করিয়ে থাকেন তাহলে তিনি ঠিক করেননি। আমি মেম্বরকে ডেকে সতর্ক করে দেব।
৪০ দিনের কর্মসূচি কাজের প্রকল্পের উপজেলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
কর্মসূচির কাজ বন্ধ করিয়ে শ্রমিকদের দিয়ে মেম্বরের মানববন্ধনের বিষয়ে মোবাইলে ইউএনও সৈয়দ জাকির হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন, মোবাইলে আমি এ বিষয়ে কোন কথা বলব না।
আনোয়ার হোসেন,
যশোর প্রতিনিধি,
মোবাইল : ০১৭২২২৭৫১৯১
তারিখ : ১৫/৫/২২




আপনার মূল্যবান মতামত দিন: