গজারিয়ার আনোয়ার সিমেন্ট শীটে শ্রমিকের মৃত্যু

গজারিয়া প্রতিনিধি।। | প্রকাশিত: ১৫ মে ২০২২ ০৯:৫৭

গজারিয়া প্রতিনিধি।।
প্রকাশিত: ১৫ মে ২০২২ ০৯:৫৭

ফাইল ফটো

 মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা আনোয়ার সিমেন্ট শীট লিমিটেডে রুলারের চাপায় এক শ্রমিকদের মৃত্যু'র খবর পাওয়া গেছে।

আজ শনিবার রাত আনুঃমানিক ২:৩০ঘটিকায় উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়াস্থ আনোয়ার সিমেন্ট শীট লিমিটেড এর মেশিন অপরাটের এক শ্রমিকদের মৃত্যু'র ঘটনা ঘটেছে।নিহত শ্রমিকের নাম আগষ্টীন বর্মন(৩২) পিতা-যামনী বর্মন গ্রাম-জগন্নাথপুর,ডাকঘর -দৌলতপুর,উপজেলা/জেলা-ঠাকুরগাঁও।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়,আনোয়ার সিমেন্ট শীটে ইতিপূর্বেও শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

শ্রমিক মৃত্যু'র বিষয়ে আনোয়ার সিমেন্ট শীট লিঃএর এডমিন অফিসার মোঃসাজ্জাদ হোসেন বলেন,মেইন মেশিনে ময়লা পরিস্কার করার সময় অসাবধান বশত হাত দিল রুলারে টেনে নিয়ে যায়।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃরইছ উদ্দীন জানান,এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে,বিনা ময়না তদন্তে লাশ নিয়ে যাওয়ার আবেদন করেছে তাঁর প্রেক্ষিতে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।




আপনার মূল্যবান মতামত দিন: