পটিয়ার বড়লিয়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৩, গ্রেপ্তার-১

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।। | প্রকাশিত: ১০ মে ২০২২ ০৩:০১

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।।
প্রকাশিত: ১০ মে ২০২২ ০৩:০১

পটিয়ার বড়লিয়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৩, গ্রেপ্তার-১

চট্টগ্রামের পটিয়ায় পারিবারিক বিরোধের জের ধরে সন্রাসী কায়দায় হামলা চালিয়ে মহিলাসহ ৩জনকে আহত করেছে। এঘটনায় পুলিশ ৮মে রাতে অভিয়ান চালিয়ে স্বপন বিশ্বাসকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে ৭ মে দুপুর সাড়ে ১২ টায় উপজেলা বড়লিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডর বেলখাইন নিবারণ মাষ্টার বাড়িতে।

আহতরা হলেন, রিপন বিশ্বাস (৪৮) বেবি বিশ্বাস (৫০) ছোটন বিশ্বাস (৩৬)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। এ ঘটনায় রিপন বিশ্বাস বাদী হয়ে একই বাড়ির তপন, বিশ্বাস, দোলন বিশ্বাস, গোপন বিশ্বাস, স্বপন বিশ্বাস, রতন বিশ্বাস এর বিরুদ্ধে পটিয়া থানায় মামলা দায়ের করেছে। মামলার এজাহার ও পুলিশ সুএে জানাযায়, দীর্ঘদিন যাবত রিপন বিশ্বাস এর পরিবারের সাথে তপন বিশ্বাস গংয়ের পরিবারের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। গত ৭ মে রিপন বিশ্বাস রান্নাঘর সংস্কার কাজ করতে গেলে তপন বিশ্বাস গং বাঁধা দেয়। এতে তপন বিশ্বাস এর কারণ জানতে চাইলে প্রতিপক্ষরা পূর্বপরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্রসস্র ধারালো দা, লোহার রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে- কুপিয়ে ভাই বোন ৩জনকে রক্তাক্ত গুরুতর জখম করে। এসময় বহিরাগত সন্রাসীরা টাকা ও স্বর্ণ ছিনিয়ে নিয়ে যায় বলে বাদীর অভিযোগ।

এ বিষয়ে পটিয়া থানার ওসি তদন্ত রাশেদুল ইসলাম জানান, হামলার ঘটনায় মামলা রুজু হয়েছে, পুলিশ অভিযান চালিয়ে স্বপন বিশ্বাসকে গ্রেপ্তার করছে অপর আসামিদের গ্রেপ্তার অভিয়ান অব্যহত রয়েছে।




আপনার মূল্যবান মতামত দিন: