
যশোরের ভারী বৃষ্টিতে কৃষকের জমির কাটা ধান ভাসছে পানিতে তা দেখে কৃষক হতবাক। সোমবার সকালে ভারী বৃষ্টিতে কৃষকের কাটা ধান পানিতে ভাসতে দেখে কৃষকরা হতবাক হয়ে পড়ে ।
জানাযায়, যশোরের ভারী বৃষ্টিতে কৃষকের কাটা ধান ভাসছে পানিতে কৃষকদের কাটা ধান বাড়িতে আনতে হিমশিম খাচ্ছে। এদিকে কৃষকের মাঠে থাকা ধান ভারী বৃষ্টির পানিতে ভিজে বড় ক্ষতির মুখে। এই বিষয় স্থানীয় কৃষকের কাছে জানতে চাইলে বলেন, আমাদের মাঠের পাকা ধান কেটে রাখা, ক্ষেতে গোল্লা বাধা , মুঠো ধান বাধা কেটে রাখা অবস্থায় সকালে হঠাৎ ভারী বৃষ্টির পানিতে ভিজে গেছে আবার কাটা ধান গুলো বৃষ্টির পানিতে ভাসতে দেখা যায়। এবার যশোরের কৃষকের মাঠে ফসল বামপার ফলন হলেও পাকা ধান কাঁটার পরে ভারী বৃষ্টিতে ভিজে তা আজকের আমরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে বলে জানান।

আপনার মূল্যবান মতামত দিন: