১৪ মে মাগুরা জেলা আওয়ামী লীগের সন্মেলন

রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।। | প্রকাশিত: ১০ মে ২০২২ ০২:৫৫

রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।।
প্রকাশিত: ১০ মে ২০২২ ০২:৫৫

১৪ মে মাগুরা জেলা আওয়ামী লীগের সন্মেলন

জাতীয় সম্মেলনকে সামনে রেখে জোর প্রস্তুতি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ, কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হচ্ছে এ বছর ডিসেম্বরে। তার আগে জেলা-উপজেলা সম্মেলন শেষ করতে দ্রুত চলছে সাংগঠনিক কর্মযজ্ঞ। দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন মাসের ‘আলটিমেটাম’ দেওয়ার পর মাঠে তৎপর দায়িত্বপ্রাপ্ত নেতারা। ২২তম জাতীয় সম্মেলনকে সামনে রেখে দেশব্যাপী তৃণমূলে সংগঠন গুছিয়ে আনার কাজ করছেন নেতৃবৃন্দ, ইতোমধ্যে আওয়ামী লীগের কয়েকটি জেলার সম্মেলন শেষ হয়েছে। সম্মেলনের তারিখ নির্ধারিত হয়েছে আরও বেশ কয়েকটি জেলার।

সে ধারাবাহিকতায় আগামী ১৪ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাগুরা জেলা আওয়ামী লীগের কাউন্সিল। কাউন্সিলকে সামনে রেখে জেলার রাজনৈতিক অঙ্গনে চলছে উৎসব-আমেজ। মাগুরা জেলা আওয়ামী লীগ কমিটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছয় নেতার নাম তৃণমূল থেকে জোরালোভাবে শোনা যাচ্ছে। প্রার্থী হলেন- বর্তমান পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খুরশিদ হায়দার টুটুল, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদ মাহমুদ শাহীন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের বর্তমান প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, জেলা ছাত্রলীগের সাবেক নেতা ও জেলা আওয়ামী লীগের বর্তমান ত্রাণ ও সমাজসেবা সম্পাদক রানা আমীর ওসমান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগের সাবেক আহ্বায়ক এনামুল হক হিরোক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির নেতা ও জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য মিরুল ইসলাম মিরুল।

১৪ মে কাউন্সিল প্রসঙ্গে মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু সংবাদ মাধ্যমকে জানান, দলীয় গঠনতন্ত্রের নিয়মে আগামী ১৪ মে মাগুরা জেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে। কাউন্সিলে যেসব কেন্দ্রীয় নেতা আসবেন তা আপনারা জানাতে পেরেছেন, পরবর্তিতে গণমাধ্যমকে আরো বিস্তারিত জানানো হবে। আশাকরি সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে জেলা আওয়ামী লীগের সম্মেলন সফল ভাবে শেষ হবে।




আপনার মূল্যবান মতামত দিন: