
গাজীপুরের টঙ্গীতে আতসবাজি ও বোমাবাজির বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন করেছে এলাকার সুশীল সমাজ। গতকাল বুধবার বিকালে টঙ্গী বাজার সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের সামনে এই প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। প্রতিবাদ ও মানববন্ধনে উপস্থিত ছিলেন ৫৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ্ব আব্দুল বাসেত খান, ৫৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল আজহার উদ্দিন,টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, সচেতন মুসলিম যুব সমাজের সভাপতি আলহাজ্ব মো ইব্রাহিম খলিল ও সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আকাশ, মুফতি আরিফুল ইসলাম, মুফতি মাইউদ্দিন, আদর্শিক ছাত্র কাফেলীর সভাপতি শেখ সাব্বিররা সহ এলাকার গণ্য মান্য ব্যক্তি বর্গ। এ সময় বক্তার বলেন,ঈদ ও কোন বিশেষ দিন বা দিবসকে পুঁজি করে এই আতসবাজির বিক্রি টঙ্গী বাজার এলাকায় বেড়ে যায় এবং বিভিন্ন এলাকার ছাত্র ও যুবকরা ক্ষয় করে থাকে। বিক্রি ও আতসবাজি ফোটানোর বন্ধ করার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন।এই আতসবাজি ফোটানো মাধ্যমে এলাকায় ভীত সন্ত্রাসী ছড়ায়। অনেক ক্ষয় ক্ষতির সম্ভবনা থাকে এবং এ দ্বারা অনেকেই ক্ষতি সম্মুখীন হয়েছেন।

আপনার মূল্যবান মতামত দিন: