আমেনা করিম ফাউন্ডেশনের ঈদ সামগ্রী পেয়ে খুশি হলো মণিরামপুরের দুঃস্থ ও অসহায় আমেনা বেগমেরা

তাজাম্মূল হুসাইন, মণিরামপুর।। | প্রকাশিত: ৩ মে ২০২২ ০৬:৫২

তাজাম্মূল হুসাইন, মণিরামপুর।।
প্রকাশিত: ৩ মে ২০২২ ০৬:৫২

মণিরামপুর উপজেলার বিভিন্ন এলাকার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন আমেনা করিম ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির হোসেন পান্নু।

‘সত্তোরোর্দ্ধ বিধবা মা আমেনা বেগমের এক হাতে লাঠি, অপরহাতে বুকের সাথে জাপটে ধরলেন পলুয়া চাউল, লাচ্ছা সেমাই, চিনি, দুধ, মসলা, তেল, লবণ, সাবানসহ ঈদ সামগ্রীর প্যাকেটটি, মুখের অবয়বের দুঃখের হাসি ম্লান হয়ে ফিক করে হেঁসে ওঠলো, সে যেন এক অবর্ণনীয় দৃশ্য। এমনই ১হাজার জন মণিরামপুর উপজেলার বিভিন্ন এলাকার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পবিত্র ঈদুল ফিতর উপলে মাসব্যাপী মণিরামপুর পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের দুঃখী ও অসহায় মানুষের ঈদ আনন্দ ভাগাভাগি করতে এমনই একটি ব্যতিক্রমধর্মী বিতরণের আয়োজন করে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন আমেনা করিম ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির হোসেন পান্নু।
আমেনা করিম ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির হোসেন পান্নু বলেন, অসহায় ও দুঃস্থ মানুষের কাছে সামান্য কিছু অনেক বড়। উপস্থিত দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে পলুয়া চাউল, লাচ্ছা সেমাই, চিনি, তেল, লবণ, সাবান সামগ্রী বিতরনকালে তাদের মধ্যে আলাদা একটা উৎফুল­ ল করা গেছে, তাদের মুখে যেন খুশির আমেজে ঈদের আনন্দ দোলা দিচ্ছে। আল­াহ তৌফিক দিলে আগামীতেও এর চেয়ে বড় পরিসরে তাদের মধ্যে ঈদ সামগ্রী পৌঁছুয়ে দেওয়া হবে। ঈদের আনন্দ ভাগাভাগি করতে সংগঠনের পক্ষ থেকে এ ক্ষুদ্র আয়োজনটি করা হয়েছে। সমাজের এসব অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সংগঠনের প থেকে ভবিষ্যতেও বড় করে তাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হবে।

 




আপনার মূল্যবান মতামত দিন: