
গতকাল ছিলো মাগুরার শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের বলাই নাঘোসা বাইতুন নুর জামে মসজিদে এতিম ও হাফেজি পড়ুয়া বাচ্চাদের ইদের দিন।
মানবতার সেবা সংঘের উদ্যোগে গত কাল
ফজর নামাজের পর যখন শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক উপহার দেয়া হয়, তখন মসজিদ জুড়ে এক অন্য রকম পরিবেশ তৌরি হয়।
নতুন পোশাক উপহার দেবার সময় উপস্থিত ছিলেন মহল্লার গন্যমান্য সম্মানিত ব্যাক্তিবর্গ, মসজিদের মুসল্লিরা।
এছাড়াও সংগঠনটির দুই প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির ও ইব্রাহিম হোসেন নিলয় সহ প্রমূখ।
এ বিশেষ জানতে চাইলে সংগঠনের প্রতিষ্ঠাতা ইব্রাহিম নিলয় সংবাদমাধ্যমকে বলেন, মানবতার সেবা সংঘ মানব সেবার মহান ব্রত নিয়ে প্রতিষ্ঠিত। সুতরাং এ ধরনের কর্মকাণ্ড চলমান এবং ভবিষ্যতেও চলবে। শুধু তাই নয় আজ বিকালে বেশ কিছুদিন ধরেই আলোচনায় থাকা বিধবা নারীর হাতে তৈরিকৃত বাড়িটি হস্তান্তর করা হইবে।
বলাই নাঘোসা গ্রামের বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তি বলেন, প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এলাকা ও এলাকার বাইরে বেশ প্রশংসা কুড়িয়েছে, আমরা সংগঠনটিকে নিয়ে অত্যন্ত আশাবাদী। আমরা এলাকাবাসী এই সংগঠন কে নিয়ে অত্যন্ত সম্মানিত বোধ করি।
আশা করি আগামীতে তাদের কাজ চলমান রেখে দেশ ও দশের সেবা এগিয়ে যাক সেই দোয়া রইল।

আপনার মূল্যবান মতামত দিন: