
যশোর - মনিরামপুরে শনিবার কুয়াদা স্কুল এন্ড কলেজের এস এস সি ২০১৭ ব্যাচ এর বন্ধুদের
উদ্দোগে কুয়াদা স্কুল এন্ড কলেজ মাঠে ইফতার পার্টির আয়োজন
করেছেন তৌকির আহম্মেদ , জাহিদ হোসেন, রাইসুল ইসলাম , রেজুয়ান বারী সেতু , সাংবাদিক শামিম হোসেন সাইমুম হোসেন
, সিহাব হাসান ,ক্যালিস ,শাহিন হোসেন, ইয়াসিন হোসেন
,সোয়েব আক্তার ,নাহিদ,জয়, তাহাসিম বিল্লাল, শরিফুল ইসলাম ,ওপি সহ
৪৫ জন বন্ধুরা। বন্ধু মহলের বন্ধুরা বলেন, সবাই ইফতার পাটিতে এক
সাথে ইফতারি করতে পেরে আমরা খুবই আনন্দিত। রমজান মাস রহমতের
মাস আল কোরানের নাজিলের মাস। এ মাসে কোরআন নাজিল হয়েছে
বলেই এ মাসের মর্যদা বেড়েছে এবং আল কোরআনের পথে চললে সকল
মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। মানব জাতির কল্যাণে আল
কোরআন নাজিল হয়েছে। আমাদের বন্ধু মহলের এ ধরনের সামাজিক কাজ
গুলো সব সময় অব্যাহত থাকবে।

আপনার মূল্যবান মতামত দিন: