
নিজের জীবন নিয়ে শংকা প্রকাশ করেছেন পটিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জমির উদ্দিন৷ শুক্রবার(২৯শে এপ্রিল) সন্ধ্যায় নিজ বাস ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের এবং তার অনুসারী যুবলীগ নেতাদের নিরাপত্তাহীনতার বিষয়টি তুলে ধরেন তিনি ৷
গত ১৯ মার্চ রাতে ইফতার মাহফিল উপলক্ষে দাওয়াত দিয়ে আসার পথে আমজুর হাট এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন যুবলীগ নেতা জমির উদ্দিন, সাইফুল ইসলাম,ইকবাল সহ কয়েকজন৷ এ ঘটনায় গুলিবিদ্ধ হন জমির উদ্দিন সহ ৩ যুবলীগ নেতা৷
ঘটনার দুইদিন পর ১৪ জনকে আসামী করে পটিয়া থানায় মামলা করেন সাইফুল ইসলাম৷
জমির উদ্দিন দাবি করেন, মামলার বিবাদীদের গুম অথবা খুন করে তার দায়ভার চাপিয়ে দেয়া হতে পারে তাদের উপর৷ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা আমাদের হামলা করেছে তাদের আমরা আইনি ভাবে মোকাবিলা করব, কারো উপর হামলা করা আমাদের উদ্দেশ্য নয় ৷ আমরা জননেত্রী শেখ হাসিনার কর্মী, অন্যায়ের প্রতিবাদ করেছি বলে আমাদের উপর হামলা হয়েছে ৷এখন কেউ যদি নিজের স্বার্থ উদ্ধারের জন্য পরিকল্পিত ভাবে কোন ঘটনা সাজায় তার দায়ভার আমাদের নয় ৷ এ ব্যাপারে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হুইপ পুএ ও ভাইসহ পাঁচ জনের বিরুদ্ধে নাম উল্লেখ করেছেন। পটিয়া উপজেলা যুবলীগ সাবেক যুগ্ম আহবায়ক ডিএম জমির উদ্দিন আরো বলেন, ঈদের পর আমরা রাজনৈতিক কর্মসূচি দিব৷ প্রশাসনের প্রতি অনুরোধ কারো অনৈতিক প্রস্তাবে প্ররোচিত না হয়ে প্রকৃত দোষীদের যেন আইনের আওতায় আনা হয়৷
সংবাদ সম্মেলনে এ সময় আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সাইফুল ইসলাম, ইকবাল হোসেন, মোঃ ওবায়দুল,সুজন বড়ুয়া হাসান শরীফ, সাইফুদ্দীন ভোলা প্রমুখ। জমির উদ্দিন তাদের উপর গুলি করার ঘটনা বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।

আপনার মূল্যবান মতামত দিন: