পাওনা টাকা না দিয়ে রোজাদারকে রড দিয়ে পেটাল ভাংড়ি ব্যবসায়ী

বিশেষ প্রতিদিন।। | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২২ ১৭:১৩

বিশেষ প্রতিদিন।।
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২২ ১৭:১৩

প্রতীকি ছবি

যশোরের শিল্প শহর নামে খ্যাত নওয়াপারায় পাওনা টাকা না দিয়ে রোজাদার ব্যক্তিকে রড দিয়ে পিটিয়েছেন বাবুল নামের এক ভাংড়ি ব্যবসায়ী।

গত ২৭ এপ্রিল (বুধবার) ইফতারের আগ মুহূর্তে নওয়াপাড়া স্বাধীনতা চত্বরে অবস্থিত বাবুল আয়রন ষ্টোরে এঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী ওই ভাংড়ি ব্যবসায়ীর বিরুদ্ধে অভয়নগর থানার একটি লিখিত অভিযোগ করেছে।
জানা গেছে , নওয়াপাড়া গরুহাট এলাকার মৃত আবুল আকনের পুত্র মোঃ বাবুলের ভাংড়ি ব্যবসায় বিভিন্ন কাজে তাকে নিয়ে গুয়াখোলা এলাকার সাননান সকিব (তাকির) নামের এক যুবক মোটরসাইকেল করে বিভিন্ন জায়গায় আসা- যাওয়া করতেন । এর পরিবর্তে তাকিরকে পারিশ্রমিক ও মটর সাইকেল ভাড়া বাবদ একটা টাকা দেয়ার কথা ছিল। ছয় মাস ধরে টাকা না দেবার কারনে তাকির বাবুলের দোকানে আসা বন্ধ করে দিলে বাবুল তার বাড়িতে গিয়ে হুমতাম শুরু করে। ঘটনার দিন বাবুল তাকিরকে তার দোকানে ডেকে নিয়ে পাওনা টাকা না দিয়ে
লোহার রড দিয়ে পিটিয়ে মারাত্বক ভাবে ফোলা জখম করে। এবং উল্টো তাকিরের কাছে থাকা নগত টাকা ছিনিয়ে নেয়।

ইতিপূর্বেও বাবুল স্থানীয় প্রভাবশালী নেতা থেকে শুরু করে জাতীয় নেতাদের সাথে তার সুস্পর্ক আছে একথা বলে সাধারন মানুষকে ভয়ভীতি সহ একাধিক ব্যাক্তির সাথে অসৎ আচরণ করেছে বলে অভিযোগ আছে। কিছুদিন পুর্বে গরুহাটা এলাকার বিপ্লব নামের এক যুবককে ভাড়াটিয়া ক্যাডার দিয়ে হত্যার উদ্দেশ্য চাকু মারিয়েছিলেন এই বাবুল।
চাকু মারার ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে তাকে হুকুমের আসামী করে মামলা করেন।


রোজাদার ব্যক্তিকে মারধরের বিষয়ে অভিযোগের তদন্ত কর্মকতা এসআই মনির বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বিষয়টা নিষ্পত্তির জন্য মরিয়া হয়ে উঠেছে একটি
মহল।




আপনার মূল্যবান মতামত দিন: