ঈদে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপে পাটুরিয়ায় ফেরি ঘাট

মানিকগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২২ ০০:৩৭

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২২ ০০:৩৭

পাটুরিয়া ফেরি ঘাটের আজকের চিত্র

ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে পাটুরিয়ায়

ঈদ সামনে রেখে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রধান প্রবেশ পথ মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাটে। যাত্রীবাহী বাস, পণ্য ও সাধারণ ট্রাকের পাশাপাশি ব্যক্তিগত যানবাহনের বাড়তি চাপ তৈরি হয়েছে। এ ছাড়া রয়েছে বিভিন্ন যানবাহনে করে ভেঙে ভেঙে ঘাটে আসা ঈদে ঘুরমুখো মানুষের ভিড়।

বিআইডব্ল্উিটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানিয়েছেন, বুধবার সকাল থেকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ১৯ ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

তিনি বলেন, ঈদ উপলক্ষে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কিছু মানুষ আগেই ফিরতে শুরু করেছে। যার কারণে ঘাট এলাকায় যানবাহন ও যাত্রীর চাপ বেড়েছে। যাত্রীবাহী বাসের চেয়ে ছোট গাড়ি বেশি।

তিনি বলেন, আমাদের সব কটি ফেরি সচল থাকায় পারাপারে তেমন একটা সমস্যা হবে না বলে আশা করি।

মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের পাটুরিয়া নিয়ন্ত্রণ কক্ষের সর্বশেষ খবর অনুযায়ী বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে পাটুরিয়া ঘাট এলাকায় ২ কিলোমিটার জুড়ে অর্ধশতাধিক বাস ছাড়াও ব্যক্তিগত ছোট গাড়ি ও পণ্যবাহী ট্রাক মিলে প্রায় ৬ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের সংখ্যাও বাড়ছে।




আপনার মূল্যবান মতামত দিন: