জাতীয়তাবাদী প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২২ ১০:৩৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২২ ১০:৩৫

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক।। বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর নয়াপল্টনের দলীয় প্রধান কার্যালয়ে আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।

সংগঠনের সভাপতি জনি হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন‍্যান‍্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ কে আবুল কালাম আজাদ, ছাত্রদলের সাবেক দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী, বিএনপির ঢাকা মহানগর কমিটির ক্রীড়া সম্পাদক লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, জাতীয়তাবাদী ওলামা দলের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, দেশ বাচাও মানুষ বাচাও আন্দোলনের সভাপতি রাকিবুল ইসলাম রিপন, প্রজন্ম দলের সিনিয়র সহ সভাপতি কামাল সরকার, জাতীয়তাবাদী মহিলা দলের বরগুনা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক তহুরা আক্তার মিলি, পাবনা জেলা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মহসিন হাবিব ও যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন খান।
নেতৃবৃন্দ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বলেন, বর্তমান সরকার দলীয় নেতাকর্মীদের উপর যে দমন পীড়ন চালিয়ে যাচ্ছে তার ভবিষ্যৎ শুভ নয়। নেতৃবৃন্দ ঢাকা কলেজের ছাত্রদের সাথে নিউমার্কেটের ব‍্যবসায়ীদের মধ্যে সংঘটিত ঘটনায় একচেটিয়া বিএনপি নেতা কর্মীদের নামে মামলা করায় তীব্র নিন্দা জ্ঞাপন করেন




আপনার মূল্যবান মতামত দিন: