গাজীপুরে কুমিল্লা সমন্বয় পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর  | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২২ ১০:২২

মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর 
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২২ ১০:২২

ফাইল ফটো

মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর।। 

গাজীপুরে টঙ্গীস্থ বৃহত্তর কুমিল্লা সমন্বয় পরিষদের উদ্যোগে নব নির্বাচিত কমিটির পরিচিত সভা, আলোচনা সভা ও ইফতার মাহফিল গতকাল সোমবার টঙ্গীর বন্ধন কমিউনিটি সেন্টারে নব নির্বাচিত কমিটির সভাপতি, টঙ্গীথানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে এবং ডাঃ আব্দুল আল হাতেমের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এড. মোঃ আজমত উল্লাহ খান। বিশষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, উপদেষ্টা কমিটির সদস্য আলহাজ¦ কাজী মোঃ সেলিম, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এমএ হায়দার সরকার, গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর মোঃ আলহাজ¦ মোঃ গিয়াস উদ্দিন সরকার, সাবেক কাউন্সিলর মোঃ নজরুল ইসলাম, টঙ্গীস্থ বৃহত্তর কুমিল্লা সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক, চাঁদপুর জেলার শাহরাস্তি পৌরসভার মেয়র আলহাজ¦ আব্দুল লতিফ, কার্যকরি সভাপতি আলহাজ¦ মোঃ জরিফ আহম্মেদ মন্টু ডিলার, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি আলহাজ¦ মোঃ সফিকুর রহমান শহিদ, সহ সভাপতি সিদ্দিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নুরু, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল হক সাজ্জাদ, সাদেক হোসেন খান, ৫৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আব্দুল বাছেদ খান, আজাহারুল ইসলাম ব্যপারি, আওয়ামী লীগ নেতা মফিজুল ইসলাম, কামরুজ্জামান, আফিল উদ্দিন, শাহজাহান তপন প্রমুখ। আলোচনা সভা শেষে নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা দোয়া শেষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।




আপনার মূল্যবান মতামত দিন: