চিরিরবন্দরে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি।। | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২২ ১০:০৪

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি।।
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২২ ১০:০৪

ফাইল ফটো

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি।।

মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ের গৃহনির্মাণ কার্যক্রমের শুভ উদ্বোধন গতকাল ২৬শে এপ্রিল মঙ্গলবার বেলা ১১ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে দেশের বিভিন্ন স্থানে ৩য় পর্যায়ে নির্মাণকৃত ৩২ হাজার ৯শত ৪টি গৃহ ও ভূমিহীন পরিবারের মাঝে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন। ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর উপলক্ষে মঙ্গলবার সকালে চিরিরবন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে হস্তান্তর অনুষ্ঠানে চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে ভিডিও কনফারেন্সর মাধ্যমে বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও বর্তমান অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহামুদ আলী এমপি, দিনাজপুর জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিউল করিম খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, চিরিরবন্দর থানার তদন্ত (ওসি) মোসলেহ উদ্দীন।

এসময় সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও বর্তমান অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহামুদ আলী বলেন, "জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লক্ষ্য ছিলো ক্ষুধা ও দারিদ্রমুক্ত সুখী-সুন্দর সোনার বাংলা গঠন করা। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মুজিববর্ষ উপলক্ষে তার অঙ্গীকার বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। তাই প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ভূমিহীন গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহপ্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে"।




আপনার মূল্যবান মতামত দিন: