
মোঃ ওয়াজেদ আলী।। যশোর সদর উপজেলা ১৪ নং নরেন্দ্রপুর ইউনিয়নে ৮১ টি পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ঈদ উপহার জমিসহ ঘর হস্তান্তর অনুষ্ঠানে যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুনিম লিংকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) তমিজুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল। এছাড়াও আরোও উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
সারাদেশে একযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উপহার জমিসহ ঘর হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করার পর যশোর সদরের নরেন্দ্রপুর ইউনিয়নের ৮১ পরিবার ও চাঁচড়ার ১২ পরিবারের প্রত্যেককে ২ শতাংশ করে জমির কবুলিয়ত এবং নামখারিজসহ মালিকানার দলিল এবং ওই জায়গায় নির্মিত টিনশেডের পাকা ঘর বুঝিয়ে দেয়া হয়।

আপনার মূল্যবান মতামত দিন: