
রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।। মাগুরায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ আয়োজনে (১৭ এপ্রিল) রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কনফারেন্স হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফম আব্দুল ফাত্তাহ, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিম প্রমুখ।
বক্তারা এ সময় ঐতিহাসিক মুজিবনগর দিবস ও তৎকালীন পেক্ষাপট, বর্তমান উন্নয়নশীল বাংলাদেশ গড়ার লক্ষে সরকারের বিভিন্ন পদক্ষেপ এবং বাংলাদেশের স্বাধীনতার তাৎপর্য তুলে ধরে আলোকপাত করেন।
অনুষ্ঠানের শুরুতেই মুজিবনগর সরকারের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
এ অনুষ্ঠানে সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবীগণ উপস্থিত ছিলেন।

আপনার মূল্যবান মতামত দিন: