আশুলিয়া থেকে অভয়নগরের মৃতুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২২ ১৬:১৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২২ ১৬:১৭

ছবি সমসাময়িক
বিশেষ প্রতিনিধি।। ঢাকার আশুলিয়া থেকে নাঃ শি- ২১১/২০০৮ সংক্রান্ত মৃতুদণ্ডে দণ্ডিত আসামী মোঃ আব্দুল্লাহ (৩০) কে গ্রেফতার করেছে অভয়নগর থানা পুলিশ। পুলিশ জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি মৃতুদণ্ডে দণ্ডিত আসামী মোঃ আব্দুল্লাহ আশুলিয়া থানা এলাকায় আত্মগোপন করে পালিয়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে অভয়নগর ও আশুলিয়া থানা পুলিশের সার্বিক সহযোগিতায় অভয়নগর থানাধীন ভাটপাড়া তদন্ত কেন্দ্রের এসআই অভিজিৎ সিংহ রায় সংগীয় ফোর্স নিয়ে গতকাল শনিবার দিবাগত রাত ১ টার সময় উক্ত স্থানে অভিযান চালিয়ে মৃতুদণ্ডে দণ্ডিত আসামি মোঃ আব্দুল্লাহকে গ্রেফতার করে। মৃতুদণ্ডে দণ্ডিত আসামী আব্দুল্লাহকে অভয়নগর উপজেলার সিংগাড়ী গ্রামের মোঃ ইন্জিল সরদারের পুত্র। আসামী গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করে অভয়নগর থানার অফিসার ইনচার্জ একেএম শামীম হাসান বলেন, আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরন করা হবে।


আপনার মূল্যবান মতামত দিন: