
জেমস রহিম রানা: বাংলা নববর্ষ ও ইফতার মাহফিল উপলক্ষে ঢাকাস্থ সরকারি টিসার্স ট্রেনিং কলেজ কেন্দ্রে এক মিলন মেলার আয়োজন করা হয়। গত শুক্রবার বিকেলে টিটার্স ট্রেনিং কলেজ ছাত্রাবাস প্লে গ্রাউন্ডে বিএড অনার্স ১ম থেকে ২৬তম ব্যাচের উদ্যোগে এই মিলন মেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজক কমিটির আহ্বায়ক ও টিটিসির প্রাক্তন ছাত্র মোহাম্মদ নাজমুল আনোয়ার অপুর পরিচালনায় আয়োজিত এই ইফতার মাহফিল ও মিলন মেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেসরকারি মোবাইল অপারেটর বাংলালিংকের সিনিয়র কর্মকর্তা আনোয়ার হোসেন সুমন, সাবেক ভিপি মাহফুজুর রহমান সাগর, সাবেক জিএস ওলিয়ার রহমান, কেন্দ্রীয় যুব লীগ নেতা ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক মোঃ বিল্লাল হোসেন, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ নেতা শহিদুল হক সুমন, লাইফ টেকনোলজির চেয়ারম্যান ইয়াসির আরাফাত, টিটিসি ছাত্রলীগের সাবেক সভাপতি আলামিন সবুজ, সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল সিকদার, শেখ ইসলাম আল হেলাল, মুন্সি আরিফ, টিটিসি ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম দানিছ, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, ব্যাংক কর্মকর্তা পারভেজ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনায় ঢাকাস্থ সরকারি টিসার্স ট্রেনিং কলেজের বিএড অনার্স এর সকল ছাত্র ছাত্রীদের আন্তরিকতা বৃদ্ধির পাশাপাশি মৃত আত্মীয় স্বজনদের রুহের মাগফেরাত কামনা করা হয়। অনুষ্ঠানে টিটিসি ঢাকার বিএড অনার্স এর প্রথম থেকে ২৬তম ব্যাচের সকল শিক্ষার্থী স্বঃতস্ফুর্ত অংশগ্রহণ করেন। এ সময় প্রশংসনীয় এই উদ্যোগ অব্যাহত রাখার জন্য বর্তমান শিক্ষার্থীরা সাবেত শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করে ভ্রাতৃত্বের এ বন্ধন অটুট রাখার আহ্বান জানান।

আপনার মূল্যবান মতামত দিন: