অতিদরিদ্র, অসহায় ও দু:স্থ পরিবারের মধ্যে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন এম.পি শিখর।

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২২ ১৭:৩২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২২ ১৭:৩২

ছবি সমসাময়িক
রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধিঃ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মাগুরা জেলাব্যাপি চলছে ভিজিএস এর চাউল বিতারণ কার্যক্রম, এরই ধারাবাহিকতায় আজ শ্রীপুরে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর। আজ শনিবার সকালে শ্রীপুর উপজেলার সদর, শ্রীকোল ও সব্দালপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে অনুষ্ঠান গুলিতে ভিজিএফ কার্ডধারী অতিদরিদ্র, অসহায় ও দু:স্থ পরিবারের মধ্যে চাল বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উক্ত ভিজিএফের চাল বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা-উল জান্নাহ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমায়নুর রশিদ মুহিত, সব্দালপুর ইউপি চেয়ারম্যান পান্না খাতুন সহ প্রমূখ। পবিত্র ইদুল ফিতর উপলক্ষে শ্রীপুর উপজেলাব্যাপি ৩০ হাজার ৪৭৩ পরিবারের মধ্যে ভিজিএফ কার্ডধারী অতিদরিদ্র, অসহায় ও দু:স্থ পরিবারের মধ্যে চাল বিতারণ হবে বলে সংবাদ মাধ্যমে বলা হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন: