নবী রাসূল,আউলিয়া পাক ও পিতা -মাতাকে সম্মান করতে হবে পটিয়া শেখ আরেফ বিল্লাহ সুলতানপুরী(রা:) স্মরণে ইফতার মাহফিল- বদিউল আলম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২২ ১৭:১৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২২ ১৭:১৩

ছবি সমসাময়িক
সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতাঃ- সাতগাউছিয়া দরবারের পীর সৈয়দ‍্যুশ শেখ আরেফ বিল্লাহ (রা:) এর স্মরণে মাওলা সুলতানপুরী(রা:) ছাত্র -যুব পরিষদ পটিয়া উপজেলা ও পৌরসভার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার পটিয়া একটি কমিউনিটি সেন্টারে দরবারের পীরে তরিকত মাওলানা মুফতি শেখ সৈয়দ হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরীর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগ যুগ্ম সম্পাদক মুহাম্মদ বদিউল আলম। সংগঠক বেলাল উদ্দিন এর পরিচালনায় বক্তব্য রাখেন কচুয়াই ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, সুফি ফজল আহমেদ, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, মোহাম্মদ রাশেদুর ইসলাম, মাওলানা হাফেজ আহমেদ আলকাদেরী, সংগঠক এসএম আমান উল্লাহ আমিরী প্রমুখ। প্রধান অতিথি কেন্দ্রীয় যুবলীগ যুগ্ম সম্পাদক মুহাম্মদ বদিউল আলম বলেন, নবী রাসূল (স.) ও আউলিয়া পাকের আদর্শ অনুসরণ করে আদর্শিক জীবন গঠন করতে হবে। তার পাশাপাশি পিতা -মাতাকে সম্মান করতে হবে। যে সন্তান পিতা -মাতাকে সম্মান করে সে দুনিয়ায় ও আখিরাতে নেকি লাভ করবে।


আপনার মূল্যবান মতামত দিন: