ইফতারের আয়োজন করলো মানবতার সেবা সংঘ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২২ ১৫:২২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২২ ১৫:২২

ছবি সমসাময়িক
রাশেদ রেজা,মাগুরা প্রতিনিধি।। আজ সন্ধ্যায় মাগুরার শালিখা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক বিশেষ ইফতার পার্টির আয়োজন করে মানবতার সেবা সংঘ নামে সেচ্ছাসেবী সংগঠন। এছাড়া ইফতারের পূর্বমুহূর্তে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মানবতার সেবা সংঘের সভাপতি জুলফিকার আলী সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব হানিফ মুন্সি, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, শালিখা উপজেলা শাখা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জসিম মুসল্লি, ফুড ইন্সপেক্টর (খাদ্য পরিদর্শক), মোঃ রনি মুন্সি সভাপতি, সেচ্ছাসেবক লীগ শালিখা উপজেলা শাখা সহ আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মি ও মানবতার সেবা সংঘের সদশ্যবৃন্দ। ইফতার পার্টির আয়োজন নিয়ে মানবতার সেবা সংঘের প্রতিষ্ঠাতা ইব্রাহিম নিলয় সংবাদ মাধ্যমকে জানান, মানবতার সেবা সংঘ সব সময় মানবতার পক্ষে সকল দল ও সংগঠনের সাথে এক যোগে কাজ করছে, অদূর ভবিষ্যতেও এ কাজটি চলমান থাকবে তাই মানবতার সেবায় সকলের কাজে সহযোগিতা চাই। সংগঠনের পক্ষ থেকে সকলের কাছে এমনটাই প্রত্যাশা।


আপনার মূল্যবান মতামত দিন: