
তাজাম্মূল হুসাইন।। যশোরে সোনালী অতীত ক্লাব ও সৌখিন ক্রীড়া চক্র এর আয়োজনে শনিবার পার্ক ভিউ রেস্টুরেন্টে প্রয়াতদের স্বরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সৌখিন ক্রীড়া চক্রের সভাপতি প্রয়াত এএসএম ওবায়দুল কাদের ও সোনালী অতীত ক্লাবের সাবেক সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক আলী আকবর, সদস্য ওয়াজেদ আলী গাজী, সালাহউদ্দিন সিদ্দিকী, আব্দুল মান্নান, আমীর আলী গাজী, এমদাদুল হক সাচ্চু ও লুৎফরহমানের স্বরণে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে সোনালী অতীত ক্লাবের উপদেষ্টা খান মাহমুদুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও যশোরের সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সৌখিন ক্রীড়া চক্রের সহ-সভাপতি ডা. আবুল কালাম আজাদ লিটু প্রমুখ।


আপনার মূল্যবান মতামত দিন: