পহেলা বৈশাখ উপলক্ষে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক পালন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২২ ০৩:৪৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২২ ০৩:৪৪

ছবি সমসাময়িক
মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর।। 'মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা / অগ্নি স্নানে শুচি হোক ধরা।পহেলা বৈশাখ। বাঙ্গালি জাতির নিজস্ব সংস্কৃতি ও গর্বিত ঐতিহ্যের রুপময় ছটায় উদ্ভাসিত সর্বজনীন উৎসবের দিন।আনন্দ - হিল্লোল, উচ্ছ্বাস - উষ্ণতায় দেশবাসী আবাহন করবে নতুন বছর। এরই ধারাবাহিকতায় টঙ্গী সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় আলোচনা, দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে হল রুমে বাংলা নববর্ষ বাঙালির জাতির সংস্কৃতি মঙ্গল শোভাযাত্রা মধ্যে দিয়ে শুরু হয়। এ সময় শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব মো মতিউর রহমান (বি কম) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা। শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে এম জিয়াউর রহমান মামুন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মো নুরুজ্জামান রানা , আব্দুস সাত্তার, আমান উল্লাহ, সাবিনা মল্লিক, নিলুফা ইয়াসমিন মনিরা, মো জাকির হোসেন,ওয়াকিল হাসান মির জনি,নাজমুল হক,মোতাহের হোসেন খান,মামুনুর রশিদ প্রমুখ।


আপনার মূল্যবান মতামত দিন: