গাজীপুরে সাংবাদিকদের সন্মানে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২২ ০৩:৪২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২২ ০৩:৪২

ছবি সমসাময়িক
গাজীপুর সংবাদদাতা।। বাংলাদেশের গনতন্ত্র আজ কবরস্থ। গণমাধ্যম আজ পরাধীন। মামলা হামলা করে আজ সাংবাদিকদের কন্ঠ রোধ করা হচ্ছে। গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিকস মিডিয়া ও অনলাইন পোর্টাল সাংবাদিকদের সন্মানে আয়োজিত ইফতার মাহফিল ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বিকালে এশিয়া পাম্প সংলগ্ন মসজিদে শুরু হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মোঃ জামাল উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি মোঃ খায়রুল হাসান। তিনি বলেন, দুনিয়া জুড়ে গণতন্ত্র ও মানবাধিকার ভূলন্ঠিত হচ্ছে। যায়ানবাদী গোষ্ঠী সংবাদ মাধ্যম এবং অর্থনীতিকে পূজি করে গোটা দুনিয়ার শাসন ক্ষমতা নিয়ন্ত্রণ করছে। বাংলাদেশের বর্তমান গণতন্ত্র ও গণমাধ্যমের চিত্র তার থেকে বিচ্ছিন্ন কিছু নয়। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নিয়ে আজ নানামুখী ষড়যন্ত্র চলছে। এখানে মানবাধিকার ভূলুণ্ঠিত, গণতন্ত্র নির্বাসিত ও গণমাধ্যম কঠোরভাবে নিয়ন্ত্রিত। দ্র্নুীতি, লুটপাট, হত্যা, খুনের রাজনীতি সর্বত্র প্রতিষ্ঠিত। জাতির এই সংকটকালে ফ্যাসিবাদকে হটিয়ে গণতন্ত্র ও গণমাধ্যমকে পূনরুদ্ধারে দলমত নির্বিশেষে সব শ্রেণি পেশার মানুষের ঐক্যবদ্ধ লড়াইয়ের কোন বিকল্প নেই। গাজীপুর মহানগর জামায়াতের মানব বিভাগের সেক্রেটারি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও গাজীপুর মহানগর সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক সংগ্রামের গাজীপুর মহানগর সংবাদদাতা গাযী খলিলুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর জামায়াতের সহ সেক্রেটারি মোঃ হোসেন আলী, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর জামায়াতের শূরা সদস্য ও টঙ্গী সাংগঠনিক মডেল থানা আমীর মোঃ নেয়ামত উল্লাহ শাকের। উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কালিমুল্লাহ ইকবাল, কোষাধ্যক্ষ হাসান আল মামুন, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মহিউদ্দিন সরকার, সাংবাদিক মোঃ বশির আলম। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ রেজাউল কবিম রাজিব, টঙ্গীথানা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ জাকির হোসেন, টঙ্গী সিটি প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ হানিফ হোসেন, উত্তরা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ যোবায়ের হোসেন প্রমুখ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ এস এম সানাউল্লাহ সহ সকলের রোগ মুক্তি কামানায় ইফতারের পূর্ব মূহুর্তে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মূল্যবান মতামত দিন: