আল-নুর এসোসিয়েশনের বর্তমান সভাপতি সাইফুল,লিটনকে অবাঞ্চিত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২২ ০৩:৪০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২২ ০৩:৪০

ছবি সমসাময়িক
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি।। আল-নুর এসোসিয়েশন সাবেক সভাপতি মিজানুর রহমান লিটনকে অবাঞ্চিত ঘোষণা করেছে সংস্থাটির কার্যনির্বাহী সদস্যরা। তার জায়গায় সংস্থাটির নতুন সভাপতি হিসেবে সাইফুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে। সংস্থাটি পরিচালনা করতে সাবেক সভাপতি লিটন বিভিন্ন অসামঞ্জস্যপূর্ন কার্যক্রম ও রাজনৈতিক খাতে প্রভাবিত করার বিষয়টি প্রতীয়মান হলে কার্যনির্বাহী সদস্যবৃন্দরা তাকে সভাপতি পদের জন্য অবাঞ্চিত ঘোষণা করে। এছাড়াও সম্প্রতি সংস্থাটির কতিপয় সদস্যরা সাংবাদিকদের কাছে ভুল তথ্য সরবরাহ করলে সংস্থার বর্তমান সভাপতি রাইসুল ইসলামের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর খবর প্রকাশিত হয়,যা সম্পুর্ন ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবী করেন সংস্থাটির বর্তমান সভাপতি সাইফুল ইসলাম। এসময় সাইফুল ইসলাম বলেন, কোন ব্যক্তি স্বার্থলোভী মানুষ দিয়ে সেচ্ছাসেবী সংগঠন পরিচালনা করা যায় না। লিটন একজন কুচক্রী ও স্বার্থলোভী মানুষ,তার বিভিন্ন অনিয়ম দূর্নীতি ঢাকতে সংস্থার সদস্যদের মাঝে গ্রুপিং তৈরি করে নিজ স্বার্থ হাসিল করতে চেয়েছিল কিন্তু সংস্থার এক তৃতীয়াংশ সদস্য তা বুঝতে পেরে লিটনকে অবাঞ্চিত ঘোষণা করেছে। এখন আমরা আবার নতুন করে স্বচ্ছতার ভিত্তিতে এগিয়ে যেতে চায়। এবিষয়ে সংস্থাটির অর্থ বিষয়ক সম্পাদক তুহিন হোসেন বলেন, সাবেক সহ সভাপতি ও বর্তমান সভাপতি সাইফুল ইসলাম যদি অর্থ আত্মসাৎ করবে তাহলে কেও না জানলে আমার জানার কথা কারন সব হিসেব তো আমার কাছে। সুতরাং সাইফুল ইসলামের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। অবাঞ্চিত ঘোষণা করার বিষয়ে সাবেক সভাপতি মিজানুর রহমান লিটন বলেন, আমি এখন পর্যন্ত আন-নূর এসোসিয়েশনের সভাপতি আছি। যদিও কেও গ্রুপিং সৃষ্টি করে সেটা তাদের ব্যক্তিগত বিষয়। একটা গোষ্ঠী ও আত্মীয়করনে মাধ্যমে একটি সংস্থা চলতে পারে না। আমার সাথে যা হচ্ছে তা ঘৃণিত রাজনীতির ফসল। উল্লেখ যে,আল-নুর এসোসিয়েশন একটি সেচ্ছাসেবী সামাজিক সংগঠন। সমাজের অসহায়,দুস্থ ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর লক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ২১ সালের নভেম্বর মাসে। প্রাথমিকভাবে ১২০ জন সদস্য নিয়ে সংস্থাটি যাত্রা শুরু করে।


আপনার মূল্যবান মতামত দিন: