বাংলা নববর্ষ উপলক্ষে সিরিজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে মঙ্গল শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২২ ১৩:১৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২২ ১৩:১৩

ছবি সমসাময়িক
মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর।।  আবহমানকাল ধরে জাতি - ধর্ম - বর্ণনির্বিশেষে বাঙ্গালি উৎসবে মেতেছে। নববর্ষ উপলক্ষে ঐতিহ্যবাহী টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে শহীদ আহসান উল্লাহ মাস্টার একাডেমী ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক রতন কুমার ঘোষের পরিচালনায় মঙ্গল শোভাযাত্রা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ওসমান আলী, সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের দিবা শাখার সহকারী প্রধান মোঃ মজিবুর রহমান, প্রভাতি শাখার সহকারী প্রধান আব্বাস আলী, সিনিয়র শিক্ষক সুরুজ জামান মাস্টার, আবুবক্কর সিদ্দিক প্রমুখ। মঙ্গল শোভাযাত্রাটি টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ থেকে শুরু করে টঙ্গী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ আহসান উল্লা মাস্টার একাডেমীক ভবন অডিটোরিয়ামে এসে বাংলার ঐতিহ্যে তুলে ধরে আলোচনা করা হয়।


আপনার মূল্যবান মতামত দিন: