
রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।। মাগুরার শালিখা উপজেলার হরিতলা মনোখালীতে আজ ১৪ ই এপ্রিল দিনব্যাপী ধর্মীয় আলোচনা সভা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে মনোখালী গ্রামবাসী।
শ্রী দেবাশীষ ভট্টাচার্যের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শ্যামল সরকার, ট্রাস্টি বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাস্ট।
ক্রিয়া ধারাভাষ্যকার শ্রী শম্ভু মৈত্রের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ধর্মীয় আলোচনায় অংশগ্রহন করেন, শ্রী বাসুদেব কুন্ডু সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মাগুরা জেলা।
শ্রী সঞ্জিৎ কুমার বিশ্বাস সভাপতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, মাগুরা জেলা।
উজ্জল কুমার দত্ত, সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মাগুরা জেলা।
শ্রী রাজেশ চন্দ্র গোপাল, সাধারণ সম্পাদক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, মাগুরা জেলা।
এছাড়াও সুকুমার বিশ্বাস, রবীন্দ্র নাথ মন্ডল, সুভাষ চন্দ্র ধাম সহ প্রমূখ উপস্থিত ছিলেন।
উক্ত ধর্মীয় অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেছেন মনোজ কুমার সরকার, সহ-সভাপতি মোনাখালী সর্বজনীন পূজা মন্দির।

আপনার মূল্যবান মতামত দিন: