
স্টাফ রিপোর্টার।। পূর্ব আকাশে সূর্যোদয়ে আবার এল মঙ্গলের ডাক, বাংলা পঞ্জিকায় সূচনা ঘটল নতুন অধ্যায়ের। বৈশাখী রঙে সেজে প্রকৃতির সবুজে আবার গাইল নববর্ষের আবাহনী গান।
মহামারীর অমঙ্গলে বাঙালির সার্বজনীন বর্ষবরণ উৎসব দু'বছর ফিকে ছিল চিরিরবন্দরেও, বৃহস্পতিবারের সূর্য জানাল, সে এসেছে নতুন বারতা নিয়ে। বঙ্গাব্দ ১৪২৯ কে বরণ করে নেওয়ার পালা। তাই দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপনে মহামারীর অমঙ্গল কাঁটিয়ে শত শত মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় চিরিরবন্দর উপজেলা চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দীকা'র সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গল শোভাযাত্রাসহ আয়োজিত সকল অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সূনীল কুমার সাহা, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশিদ।
শোভাযাত্রা ও আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ হলরুমে বৈশাখী সংগীত পরিবেশন করে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি অফিসার জোহরা সুলতানা শারমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হামিদুর রহমান, সাব রেজিষ্ট্রার উম্মে সালমা, সহকারি শিক্ষা অফিসার মোস্তারিনাা বেগম, জনস্বাস্থ্য উপ-সহকারি প্রকৌশলী হোসনে আরা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহীসহ উপজেলার সরকারি দপ্তরের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, উপজেলআওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

আপনার মূল্যবান মতামত দিন: