
কে.এম আলী।। যশোরের অভয়নগর উপজেলার ৩ নং চলিশিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান (৪০ দিনের) কর্মসূচীর ননওয়েজ কস্ট বাবদ ৩৪ হাজার ২শত ৩৫ টাকা ব্যয়ে ইউড্রেন নির্মাণ করেছেন ইউপি সদস্য রবিউল ইসলাম রবি।
গতকাল সোমবার দুপুরে
ইউড্রেনটি পরিদর্শন করেন ওই ইউনিয়নের চেয়ারম্যান সানা আব্দুল মান্নান। পরিদর্শনকালে তিনি সার্বিক বিষয় পর্যালোচনা করে ইউপি সদস্যের কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করে।
এ বিষয়ে ইউপি সদস্য রবিউল ইসলাম রবি বলেন, কিছুদিন পূর্বে এশীয়া উন্নয়ন ব্যাংক (এডিবি) ১ লক্ষ টাকা ব্যয়ে ৭০০ মিটারে একটি রাস্তা তৈরি করা হয়। কিন্তু পানি চলাচলের জন্য কোন ড্রেন না থাকায় রাস্তাটি বৃষ্টির সময় চলাচলের জন্য অনুপোযোগী হয়ে যাবে। জনগণের দুর্ভোগ কমানোর সেই ভাবনা থেকেই রাস্তার পানি আসা-যাওয়ার জন্য ইউড্রেন টি নির্মান করা হয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: