নওয়াপাড়ায় খেয়ে না খেয়ে জীবনের শেষ সময় পার করছেন স্বজনহারা বৃদ্ধ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২২ ০৯:১৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২২ ০৯:১৭

ছবি সমসাময়িক
কে.এম আলী।। জীবনের শেষ সময়টা খেয়ে না খেয়ে যশোরের নওয়াপাড়া রেলওয়ের পুরাতন স্টেশনের এক কোনায় মৃত্যুর অপেক্ষায় প্রহর গুনছে প্যারালাইসিসে শারীরিক ক্ষমতা হারানো আকরাম হোসেন (৬৬) নামের এর বৃদ্ধ। সে কুষ্টিয়া জেলার কুমারখালির মৃত আব্দুর রহমানের পুত্র। খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় দু'যুগ আগে তিনি নওয়াপাড়াতে এসে রেলওয়ে স্টেশন এলাকায় থেকে মানুষের কাজ করেই জীবিকা নির্বাহ করছিলেন। হটাৎ ২০০৪ সালে প্যারালাইসিসে তিনি শারীরিক ক্ষমতা হারিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়েই জীবিকা নির্বাহ শুরু করে। সম্প্রতি মাস খানেক আগ থেকে তিনি পুরোপুরি শারিরীক ক্ষমতা হারিয়ে পুরনো স্টেশনের পরে ছিলেন। স্টেশনে পরে থাকতে দেখে চুয়াডাঙ্গা ট্রেডার্সের মালিক মোঃ শামীম তাকে একটি কাটের তৈরি রেডিমেড খাট কিনে দেয়। বর্তমানে ওই খাটের উপরই অসহায় বৃদ্ধ আকরাম জীবনের শেষ দিন গুলো কাটাচ্ছে। মাঝেমধ্যে স্টেশনের পরিস্কার পরিচ্ছন্ন কর্মী কালু তাকে বাথরুম, গোসল করালেও তার নিজের কর্ম রেখে সব সময় তার পাশে থাকতে না পারায় অধিকাংশ সময় বিছানাতেই প্রসাব পায়খানা করে বৃদ্ধ লোকটি। বিষয়টা অনেকের দৃষ্টিতে পরলেও সকলের চোখে আজ কাঠের চসমা! সমাজে যেন কেউ কারো না। অসহায় বৃদ্ধ লোকটির সাথে কথা বল্লে তিনি বলেন, আমার এ অবস্থান জন্য আমার ভাগ্যই দায়ী। আমার অবস্থার জন্য আমি কাকে দায়ি করব, কার নামে অভিযোগ করব? অভিযোগ করার মানুষটাও আমার নেই ! এখন শুধু মৃত্যুর অপেক্ষায় আছি, মৃত্যুটা হলেই আমার সব চাওয়া সব প্রয়োজন শেষ।


আপনার মূল্যবান মতামত দিন: