
মোঃ তহিদুল ইসলাম মনিরামপুর উপজেলা প্রতিনিধি।। মনিরামপুর রাজগঞ্জ শাখার পক্ষ থেকে আজ মঙ্গলবার সকাল ১১ টায় শাখা অফিসে অসুস্থ ড্রাইভার আ মান্নান কে নগত অর্থ সহায়তা প্রদান করেন শাখার পক্ষ থেকে সাধারণ সম্পাদক শামিম হোসেন রনি।
অসুস্থ আঃ মান্নান দীর্ঘ দিন যাবত বার্ধক্য জনিত রোগে ভুগছেন এবং
তিনি দীর্ঘ দিন শয্যাশয়ী হয়ে নিজ বাড়ীতে বিনাচিকিৎসায় দিনযাপন করছেন। আঃ মান্নান যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন ২২৭ এর সদস্য হওয়ায় রাজগঞ্জ শাখা শ্রমিক অফিসে সহযোগিতা চেয়ে লিখত আবেদন করেন শাখা সম্পাদক বরাবর।লিখত আবেদন পাওয়া মাত্রই শাখার সাধারণ সম্পাদক শামিম হোসেন রনি সহ সংগঠনের সদস্যদের নিয়ে সার্বিক খোঁজ নেন।আঃ মান্নানের শারীরিক অবস্থা গুরুত্বর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দেন এবং শাখার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করার সিদ্ধান্ত নেন শাখার পক্ষ থেকে।
রাজগঞ্জ শাখার পক্ষ থেকে সহযোগীতা পেয়ে এবং সার্বিক সহযোগিতার আশ্বাস পেয়ে তিনি উন্নত চিকিৎসার জন্য আগামী কাল যশোর কুইন্স হসপিটালে যাবেন বলে জানান আ মান্নান।
শাখার শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, রাজগঞ্জ শাখার সম্পাদক মোঃ শামিম হোসেন রনি কখনো বুঝতে দেইনি তিনি একজন নেতা,তিনি সব সময় ভাইয়ের ভালোবাসা দিয়ে আঁকড়ে রাখেন এবং সব রকমের সহযোগিতা করেন।
শ্রমিক নেতা শামিম হোসেন রনি বলেন তিনি সকল শ্রমিকের ভাই তদরুপ সকল শ্রমিকের ও ভাই তিনি।আমি সব সময় তাদের বিপাদে আপদে পাশে আছি থাকবো।একপর্যায়ে শামিম হোসেন রনি যশোর জেলার সকল শ্রমিকের কাছে আঃ মান্নানের জন্য সহযোগিতা চেয়েছেন এবং একে অপরের বিপদে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।


আপনার মূল্যবান মতামত দিন: