চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা দিলেন এস এম ইয়াকুব আলী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২২ ১৪:৫৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ এপ্রিল ২০২২ ১৪:৫৬

ছবি সমসাময়িক
মণিরামপুর প্রতিনিধি।। ‘মানুষের দুঃখ কষ্ট দেখলে মন কেঁদে ওঠে, তাদের মাঝে ছুটে আসেন, তাদের পাশে এসে দাঁড়ান, অসহায় ও হত-দরিদ্রদের শুধু খাবার নয়, তাদের চিকিৎসার জন্য নগদ অর্থও দেন, নির্বাচিত জনপ্রতিনিধি না হয়েও এসকল মানবতাবাদী কাজগুলো নি:স্বার্থ ভাবে যে মানুষটি করেন, তার নাম এস এম ইয়াকুব আলী’- কথাগুলো বলছিলেন মণিরামপুর উপজেলার কামালপুর গ্রামের মনিরুদ্দীনের ছেলে সাইফুল ইসলাম। তিনি পেশায় ছিলেন রাজমিস্ত্রির জোগাড়ে। রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে দোতলা ছাদ থেকে পড়ে দুটি পা ভেঙ্গে যায় সাইফুল ইসলামের। তিনি দীর্ঘদিন ধরে অসহায়ভাবে জীবনযাপন করছেন। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য ও যশোরের সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলীর পক্ষে চিকিৎসার জন্য সাইফুল ইসলামের হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।


আপনার মূল্যবান মতামত দিন: