অভয়নগরে অজু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২২ ১৩:০৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ এপ্রিল ২০২২ ১৩:০৪

ছবি সমসাময়িক
বিশেষ প্রতিনিধি।। যশোরের অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাসলিমা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারী উপজেলার পায়রা ইউনিয়নের রেজোয়ান বিশ্বাস এর স্ত্রী। নিহতের ভাইপো শামীম বিশ্বাস জানান, ৬ এপ্রিল (বুধবার) সন্ধ্যায় ইফতার শেষ করে নামাজ পড়ার জন্য অজু করতে বাথরুমে গিয়ে বাতির সুইচ দিতে যেয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তার কোন সারা শব্দ না পেয়ে বাথরুমে গিয়ে দেখেন সে বাথরুমে পড়ে আছেন। তাৎক্ষণিক তাকে চিকিৎসার জন্য অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ডাঃ নীলাদ্রি কুন্ডু জানান, হাসপাতালে আসার পূর্বই তার মৃত্যু হয়েছিলো।


আপনার মূল্যবান মতামত দিন: