মনিরামপুর শ্যামকুড় সরকারি জমি দখলের অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ এপ্রিল ২০২২ ১৫:৫৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ এপ্রিল ২০২২ ১৫:৫৬

ছবি সমসাময়িক
স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)।।যশোরের মনিরামপুরে চিনাটোলা বাজারে দলিয় কার্যালয় নির্মানের নামে সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় আওয়ামীলীগ নেতা বিল্লাল হোসেনের নেতৃত্বে শনিবার দুপুরে মাছ বাজারে প্রায় চার শতক খাস জমি দখল করা হয়। অবশ্য শ্যামকুড় ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আলমগীর হোসেনের দাবি দলিয় কার্যালয় নির্মানের জন্য নয়, সরকারি পরিত্যক্ত জমি পরিষ্কার করে সেখানে লোকজনের বসার ব্যবস্থা করা হবে। জানাযায়, উপজেলার শ্যামকুড় ইউনিয়নের চিনাটোলা মাছ বাজারে বেশ কয়েক শতক সরকারি খাস জমি রয়েছে। অভিযোগ রয়েছে ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেনের আস্থাভাজন হিসেবে পরিচিত বিল্লাল হোসেনের নেতৃত্বে শনিবার সকাল থেকে মাছবাজারের মধ্যে সরকারি প্রায় চার শতক জমি দখলের কাজ শুরু হয়। এ সময় কথা হয় কাজে অংশ নেওয়া শ্রমিক মনিরুলের সাথে। তিনি জানান, বিল্লাল হোসেনের কথায় তারা কাজে অংশ নিয়েছেন। এ ব্যাপারে বিল্লাল হোসেন জানান, ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেনের নির্দেশনায় সরকারি এ জমিতে আওয়ামীলীগের দলিয় কার্যালয় করা হচ্ছে। উপজেলা যুবলীগের সদস্য আবুল কালাম অভিযোগ করেন, স্থানীয় চেয়ারম্যানের জোগসাজসে বিল্লাল হোসেন দলিয় কার্যালয় নির্মানের নামে সরকারি জমি দখল করেন। মাছবাজারের মধ্যে দলিয় কার্যালয় নির্মানের নামে অবৈধভাবে সরকারি জমি দখলের বিরোধীতা করে শ্যামকুড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি জানান, বর্তমান চেয়ারম্যানের প্রত্যক্ষ সহযোগীতায় সরকারি জমি দখল করা হয়েছে। তবে দলিয় কার্যালয় নির্মানের অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন জানান, দীর্ঘদিন ধরে মাছবাজারের মধ্যে সরকারি এ জমিটি পরিত্যক্ত ছিল। তাই জনস্বার্থে শ্রমিক দিয়ে পরিত্যক্ত জমিটি পরিষ্কার করা হয়েছে। তিনি জানান এখানে লোকজনের বসার ব্যবস্থা করা হবে। তবে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান জানিয়েছেন, এ ধরনের একটি অভিযোগ শোনার পর ইতিমধ্যে ওই জমিতে কাজকর্ম বন্ধ করে দেওয়া হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন: