
মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর।।
গাজীপুরের টঙ্গীর ঐতিহ্যবাহী সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ কেন্দ্রে বিজয়ী আল-হেলাল স্কুলের কৃতি শিক্ষার্থীবৃন্দ আজ ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লার হাত থেকে পুরস্কার ও সনদ পত্র গ্রহণ করেছে।
সম্মিলিত সাংস্কৃতিক জোট, টঙ্গী'র তিন দশক পুর্তি ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতায় আল-হেলাল স্কুলের এসএসসি পরীক্ষার্থী আশুরা সুলতানা নাবিলা ঘ-গ্রুপে চিত্রাঙ্কনে ১ম স্থান, মৌমিতা আক্তার মোহনা ঘ-গ্রুপে চিত্রাঙ্কনে ৩য় স্থান, দশম শ্রেণির সাহিল আহমেদ ঘ-গ্রুপে আবৃত্তিতে ২য় স্থান , ৭ম শ্রেণীর নিশাত তাসনিম দ্বিনা গ-গ্রুপে চিত্রাঙ্কনে ১ম স্থান ও ৬ষ্ঠ শ্রেণির নাবা ইসলাম গ-গ্রুপে চিত্রাঙ্কনে ৩য় স্থান অর্জন করেছে।
গত ২৫ মার্চ বৃহস্পতিবার থেকে বিভিন্ন কেন্দ্রে টঙ্গীর স্বনামধন্য সকল স্কুল থেকে পাঁচ শতাধিক শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে বলে জানান সম্মিলিত সাংস্কৃতিক জোট, টঙ্গী'র সাধারণ সম্পাদক সৈয়দ আতিক। আজ টঙ্গী সরকারি কলেজ মুক্ত মঞ্চে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার মূল্যবান মতামত দিন: