
রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধিঃ বৃহস্পতিবার ৩১ মার্চ সকাল ১০ টায় ঐতিহ্যবাহী মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ২ দিন ব্যপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ, নবীন বরণ,কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান– ২০২২ এর ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ড.আশরাফুল আলম জেলা প্রশাসক মাগুরা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা- ১আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড.সাইফুজ্জামান শিখর । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পঙ্কজ কুমার কুন্ডু চেয়ারম্যান জেলা পরিষদ মাগুরা,আলহাজ্ব আবু নাসির বাবলু চেয়ারম্যান মাগুরা সদর উপজেলা, খুরশীদ হায়দার টুটুল মেয়র মাগুরা পৌরসভা,মোঃ আলমগীর কবির জেলা শিক্ষা অফিসার মাগুরা।এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতৃ বৃন্দ,অভিভাক ও শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সর্বিক পরিচালনায় ছিলেন মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিয়াউল হাসান ও সহকারী শিক্ষক শ্রী ইন্দ্রনীল বিশ্বাস।

আপনার মূল্যবান মতামত দিন: